দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া ইউনিয়নের ২টি বিদ্যালয়কে গ্রিন স্কুল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উত্তর কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাবুদ, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর, ইউপি সদস্য অসিম ঘোষ প্রমুখ। অন্যান্যদের মধ্যে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম, মনিরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, নারগিস পারভীন, আমেনা বেগম, প্রতিমা রানী, ফয়জুন নেছাসহ শিক্ষক-শিক্ষার্থীগন।
পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুল ও ফলের বাগান, সুপেও পানি, পরিস্কার পরিচ্ছনতা, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন সহ বিভিন্ন বিষয়ে সন্তোষজনক হওয়ায় পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু গ্রিন স্কুল ঘোষণা দেন।
এছাড়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে গ্রিন স্কুলের আওতায় আনা হচ্ছে বলেও জানানো হয় এ সভায়।