
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নের গরীব, হতদরিদ্র ৩৭৪১ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় সম্পন্ন হয়েছে। রবিবার সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ চত্বরে একযোগে এসব টিসিবি পণ্য বিক্রি করা হয়।
স্বল্পমূল্যে টিসিবির পন্য ক্রয়ের সুবিধাপ্রাপ্তদের মধ্যে কুলিয়া ইউনিয়নে ১০১২ পরিবার, পারুলিয়া ইউনিয়নে ৮১৮ পরিবার, সখিপুর ইউনিয়নে ৫৮০ পরিবার, নওয়াপাড়া ইউনিয়নে ৮৬২ পরিবার, দেবহাটা সদর ইউনিয়নে ৪৬৯ পরিবারকে এই কার্ডের আওতায় দুই কেজি করে মুসুরীর ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল দেয়া হয়েছে। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরা, সদস্য রবিউল ইসলাম, অসিম কুমার ঘোষ, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলসহ স্ব স্ব ইউনিয়নের ট্যাগ অফিসার ও ডিলারগন উপস্থিত ছিলেন।