নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলায় শিশুদের নিয়ে সৃষ্ট গোলাযোগকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে জখমের খবর পাওয়া গেছে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাযায়, শুক্রবার দুপুর ১২টার দিকে নাংলা গ্রামের মৃত হাকিমউল্লাহের পুত্র নূরো বিশ্বাস (৪৫) শিশুদের নিয়ে সৃষ্ট গোলযোগের জের ধরে একই গ্রামের আব্দুল্লাহ সরদারের বাড়িতে এসে আব্দুল্লাহ সরদারের স্ত্রী ছামছুন্নাহারকে এলোপাতাড়ী ভাবে লাথি, চড়, কিল, ঘুষি মেরে এবং খেজুর গাছের ধারালো অংশ দিয়ে পিটিয়ে জখম করে। ঐ সময় আব্দুল্লাহ সরদারের মা হালিমা খাতুন ও ভাবি চায়না খাতুন ঠেকাতে গেলে নূরো বিশ্বাস তাদের উপর চড়াও হয়ে তার হাতে থাকা আধলা ইট দিয়ে চায়না খাতুনের কপালে এবং শরীরের বিভিন্ন স্থানে মেরে জখম করে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে নূরো বিশ্বাস তাদের জীবননাশের হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে আব্দুল্লাহ সরদার বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানাযায়। এ ব্যাপারে দেবহাটা থানার অফিস ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।