নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহনের পর উপজেলা পরিষদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় দেবহাটা উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিউল বশার, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও কর্মকর্তাগন।