
স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা উপজেলার নবাগত ইউএনও এবি এম খালিদ হোসেন সিদ্দিকীর সাথে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২অক্টোবর) দুপুর ১২টায় কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের হল রুমে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লাবণ্যবতী নদীর চিত্র উপহার দেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকরা। সভায় স্বাগতম শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান। এলাকার সার্বিক বিষয়ের উপর আলোচনা করেন কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদির, যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, অর্থ সম্পাদক রমজান মোড়ল, দপ্তর সম্পাদক আবীর হোসেন লিয়ন, প্রচার সম্পাদক আশরাফুল আলম বাদল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, নির্বাহী সদস্য হীরন কুমার মন্ডল ও আমিরুল ইসলাম, সদস্য এস এম মজনুর রহমান, বজলুর রহমান ও আক্তার হোসেন প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় নবাগত ইউএনও এবি এম খালিদ হোসেন সিদ্দিকী তিনি তার বক্তব্যে বলেন, সরকারি কাজ গুলো করা হলে আপনারা সেগুলো লিখনের মাধ্যমে তুলে ধরবেন। সাথে সাথে কর্তৃপক্ষের কাজের ভুল হলে তাদেরকে সচেতন করবেন। সত্য নিষ্ট সংবাদ সংগ্রহ করে প্রকাশ করবেন। সরকারের ভাব মুর্তি নষ্ট হয় এমন কিছু লিখবেন না। আমি আপনাদের প্রেসক্লাবকে সার্বিক ভাবে সহযোগিতা করবো, আপনারাও আমাকে সহযোগিতা করবেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, দপ্তর সম্পাদক আবীর হোসেন লিয়ন।