
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: নির্বাচনী প্রচারের শেষ সময়ে প্রচারণায় গণসংযোগ করেছেন সাবেক ইউপি সদস্য জাকির হোসেন। শুক্রবার শেষ দিনে মানুষের কাছে যেয়ে ভোট প্রার্থনা করেন তিনি। নওয়াপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাংলা, জামতলা, গাংআটি সহ বিভিন্ন এলাকায় ভোট কামনা করেন। এসময় তিনি তালা প্রতিকে ভোট চেয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
জাকির হোসেন জানান, আমি ইতোপ‚র্বে ইউপি সদস্য থাকা কালে এলাকার রাস্তা ইট সোলিং করণ, মসজিদ, মন্দির সহ অসংখ্য উন্নয়নে অংশ নিয়েছিলাম। আগামীতে নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়ন বাস্তবায়নে কাজ করব। গরীব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।