নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের নতুন মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলফা। শুক্রুবার জুম্মার নামাজ শেষে উদ্বোধন কালে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বক্কর গাজী, সাতক্ষীরা জেলার সর্বোচ্চ কর দাতা আলহাজ¦ আশিকুর রহমান, ইউপি সদস্য বাবলুর রহমান সহ মসজিদের সাধারন মুসল্লিবৃন্দ। এসময় জেলা পরিষদ সদস্য আলফা বলেন, করোনা মহামারিতে তিনি সবসময় সাধারন মানুষের পাশে থাকবেন। এলাকায় করোনা আক্রান্ত হয়ে লকডাউনে থাকা অসহায় দুস্থ পরিবার গুলোতে তিনি করোনার শুরু হতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন সাথে সাথে তিনি তাদের জন্য ফ্রী চিকিৎসা সহ অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করেছেন। নতুন করে এলাকায় করোনা আক্রান্ত হয়ে খাদ্য ও চিকিৎসা সংকটে পড়লে আমাকে জানালে আমি তাদের সহযোগিতা করার চেষ্টা করবো। ভিত্তি স্থাপন উদ্ধোধন শেষে সকলের জন্য দোয়া করা হয়।