
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার বহেরার আব্দুল কাদেরকে পঁচা মাংস সরবরাহের দায়ে ২ মাসের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর ১২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন।
উল্লেখ্য, রবিবার সকালে দেবহাটা উপজেলার বহেরা এলাকার রুহুল কুদ্দুসের ছেলে আব্দুল কাদের (৪৫) কুলিয়া থেকে ৩০ কেজি খাসির পঁচা মাংস সাতক্ষীরা নিয়ে আসার পথে নিউ মার্কেট এলাকায় আটক হন। পরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা কর্তৃক মাংস পঁচা শনাক্ত হলে, ভ্রাম্যমাণ আদালত কাদেরকে ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ ৪৫ ধারা মোতাবেক দুই মাসের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা (উভয় দন্ডে) অনাদায়ে আরো ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

