
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছে উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দরা। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যেয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আবহয়ক শফিকুল ইসলাম শফি, সদস্য সচিব রফিকুল ইসলাম খোকা, যুগ্ম আবহায়ক আব্দুল জলিল, আব্দুল গফ্ফার, শহিদুল ইসলাম, আব্দুস ছালাম, জাকির হোসেন, সখিপুর ইউনিয়ন সভাপতি দ্বিন ইসলাম, সদর ইউনিয়ন সভাপতি জুলফিকার আলী জুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কুলিয়া ইউনিয়ন সভাপতি জাকির হোসেন, সম্পাদক আব্দুর ছালেক, পারুলিয়া ইউনিয়ন সভাপতি মিজনুর রহমান মিনু প্রমুখ।