নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার পারুলিয়ায় B2-CG ছেলে ও মেয়ে শিশুদলের এনগেজ সেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় টিডিএইচ ফাউন্ডেশনের সহায়তায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে স্পিরিট প্রকল্পের আলোকে উপজেলার পারুলিয়া ইউনিয়নের মাঝ পারুলিয়া সরদার পাড়ায় মহিউদ্দিন সিদ্দিকীর বাড়ির উঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো B2–CG ছেলে ও মেয়ে শিশুদলের ৫ নম্বর এনগেজ সেশন। সেশনে অংশগ্রহণকারী শিশুরা তাদের এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে জলাবদ্ধতা নিরসনে ড্রেন সংস্কারের উদ্যোগ উপস্থাপন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার রবিউল ইসলাম, মহিলা মেম্বার হাসিনা খাতুন, দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, সাবেক ইউপি মেম্বার সালাউদ্দিন সরাফি, বিশিষ্ট ব্যবসায়ী শাহজান আলী, শরিফুল ইসলাম শরিফ, সুশীল সমাজের প্রতিনিধি সাফায়েত হোসেন বাচ্চু, নাজমুল শাহাদাত ও শাহাদাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিশুদের উপস্থাপিত উদ্যোগ সেশনে উপস্থিত অতিথিরা আন্তরিক প্রশংসা জানান। তারা বলেন, শিশুরা নিজেরাই এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখিয়েছে এটা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে ড্রেন সংস্কারের প্রস্তাবকে তারা সময়োপযোগী বলে উল্লেখ করেন এবং এ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শিশুদের সক্রিয় অংশগ্রহণ ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সমর্থনে সেশনটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং কমিউনিটি উদ্যোগের নতুন দৃষ্টান্ত স্থাপন করে। সমগ্র সেশনটিতে সার্বিকভাবে সহযোগিতা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের পারুলিয়া ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ ও উত্তরা দাস।