দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪ হাজার ৭৪০টি হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (সকাল ১১টায়) দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া ইছামতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার কৃষি অফিসার শওকাত উসমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা, দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং, দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, প্রোগ্রাম স্পেশালিস্ট শরিফুজ্জামান, সিডিও মিজানুর রহমান, আসাদুজ্জামান রিপন, জোসনা বালা ও নিলাদ্রী বিশ্বাস, জেসিডিও আকরাম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সবজি বীজ বিতরণের মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলো নিজেরাই পুষ্টিকর খাদ্য উৎপাদনে সক্ষম হবে। যা তাদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।