দেবহাটা প্রতিনিধি: দেবহাটার হাদিপুর জগন্নাথপুর আহছানিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা হাবিবুল্লাহ বাশার। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ প্রবিধান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত ৬ মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করে ২৭/০৭/২০২৫ তারিখ মাদ্রাসায় পত্র প্রেরণ করেন। এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি মাদ্রাসার সহকারী মৌলভী মো. আমজাদ হোসেন, অভিভাবক সদস্য মো. আব্দুর রফিক এবং সদস্য সচিব মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা মাসুম বিল্লাহ।নওয়াপাড়া ইউনিয়ন আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা হাবিবুল্লাহ বাশার এডহক কমিটির সভাপতি হওয়ায় এলাকার সকল স্তরের অভিভাবক, মাদ্রাসার শিক্ষক কর্মচারীসহ সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।