লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলার শিবনগর গ্রামে স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় শিবনগর মা ও শিশু সংগঠনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় উপজেলার দেবহাটা ইউনিয়নের শিবনগর গ্রামে অনুষ্ঠিত স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভায় সিএসও উত্তম কুমার রায়ের সঞ্চালনায় ও দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ, স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা ও পরবর্তী দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
উক্ত সভায় উপস্থিত থেকে সভার উদ্দেশ্যে ও স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নে নির্দেশক পর্যালোচনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের ট্রেনিং এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়।
সভায় উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি সাংবাদিক লিটন ঘোষ বাপি, দেবহাটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসেন, ইউপি মেম্বার মাহবুবুর রহমান বাবলু, আজগর আলী, মহিলা মেম্বার শাহানারা বেগম। সভায় আরও উপস্থিত ছিলেন সিএসও সদস্য ফিরোজ শাহ আলম, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম সহ সুশীল সমাজ সংগঠনের সদস্যরা, স্থানীয় উদ্যোক্তারা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের নির্দেশক সমুহের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ করে শিবনগর গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করেন এবং ফলক উন্মোচন করেন।