লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে:
দেবহাটায় স্থানীয় সরকারের সাথে সুশীল সমাজ সংগঠন (সিএসও) এবং স্থানীয় উদ্যোক্তা সংগঠন (এলইএ) নেতৃবৃন্দের সাথে অন্তর্ভুক্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পারুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে পারুলিয়া ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সুশীল সমাজ সংগঠনদের ইউনিয়ন স্থায়ী কমিটির সভায় রাইট টু গ্রো প্রোজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। উক্ত সভায় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, পারুলিয়া ইউপি সদস্য যথাক্রমে ফরহাদ হোসেন হিরা, গোলাম ফারুক, রবিউল ইসলাম, অসীম কুমার ঘোষ, আব্দুর রকিব, নবাব আলী, নজরুল ইসলাম, হাসিনা খাতুন, ফারহানা পারভীন মুক্তি, সিএসও নাজমুল শাহাদাৎ, আমজাদ মোড়ল, শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যগণ, নিরাপদ পানি এবং স্যানিটেশন স্থায়ী কমিটির সদস্যগণ সহ সুশীল সমাজ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় উদ্যোক্তা সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সভায় স্থায়ী কমিটির মিটিং নিয়মিত পরিচালনা করার জন্য আলোচনা করা হয়। স্বাস্থ্য ও নিরাপদ পানি নিষ্কাশন এবং সেনিটেশন বিভাগের বাজেট বরাদ্দকৃত করার ব্যাপারেও সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধিগণ আলোচনা করেন।