
লিটন ঘোষ বাপি: দেবহাটায় স্থানীয় মতামত প্রণয়নকারীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ সংগঠন, স্থানীয় উদ্যোক্তা এবং প্রেস মিডিয়ার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা সুশীল সমাজ সংগঠনের সেক্রেটারি সাংবাদিক লিটন ঘোষ বাপির সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু। উক্ত কর্মশালায় ওয়াল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের কাজ, উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উক্ত সংস্থার এ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ট্রেনিং এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার বিশ্বাস। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার, উপজেলা সুশীল সমাজ সংগঠনের সভাপতি সালাউদ্দিন, পুরোহিত অশোক চক্রবর্তী, সাংবাদিক মিজানুর রহমান, শাহিন আলম সহ রাইট টু গ্রো প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটরা, উপজেলার ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় উদ্যোক্তা, প্রেস মিডিয়া এবং সুশীল সমাজ সংগঠনের (সিএসও) নেতৃবৃন্দরা।