নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় পিডিবিএফ সৌরশক্তি কর্মসূচির আওতায় বিতরণকৃত হোম সোলার সিস্টেম ঋণ থেকে মুক্তি হলো ৬২ গ্রাহক। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সারা দেশের সাথে এক যোগে দেবহাটা উপজেলা পিডিবিএফ সৌরশক্তি কর্মসূচির আওতায় বিতরণকৃত হোম সোলার সিস্টেম বকেয়া ঋণের গণশুনানি অনুষ্ঠানের মাধ্যমে এ ঋণ মুক্ত হলো গ্রাহকরা। উপজেলার হল রুমে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে জুম মিটিং এ অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিডিবিএফ ব্যবস্থাপনা পরিচালক (সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) মুহম্মদ মউদুদউর রশীদ সফদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা সহকারী প্রোগ্রাম অফিসার ইমরান হোসেন, বীর মুক্তিযোদ্বা আব্দুল ওহাব, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের হিসাবরক্ষণ অফিসার মোসলেউদ্দীন, সেল্প অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ। সমুগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লী দারিদ্র বিমোচন অফিসার এসএম ইব্রাহীম হোসেন। এসময় পিডিবিএফ সৌরশক্তি কর্মসূচির আওতায় বিতরণকৃত হোম সোলার সিস্টেম এর বকেয়া ঋণ দেবহাটায় মোট ৬২ জনের ৫ লক্ষ ২২ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়।