লিটন ঘোষ বাপি: দেবহাটায় সেবা প্রদানকারী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সেবা সংক্রান্ত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ব্রেকিং দ্য সাইলেন্সেরের আয়োজনে দেবহাটা প্রকল্প অফিসে অনুষ্ঠিত সেবা সংক্রান্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, ইউনুস আলী, আলাউর রহমান সিদ্দিক, দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, দেবহাটা উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার এম. আসলাম, সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব গোলাম রাব্বানী, পারুলিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান খান, ইউপি সদস্য আবুল হোসেন, নজরুল ইসলাম, মাহাবুবুর রহমান, হাসিনা খাতুন, ফারহানা পারভীন, নোয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের প্রশিক্ষক আরিফুল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি ফিরোজ শাহা প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের দেবহাটা উপজেলা কোঅর্ডিনেটর শেখ সোহেল মাহমুদ।
সভায় তিনটি ইউনিয়নে শিশুদের উৎপাদিত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত কর্মপরিকল্পনার অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় অংশগ্রহণকারীরা শিশুদের কল্যাণে গৃহীত কার্যক্রমগুলোকে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।