ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মাদরাসা ও এতিম খানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় উক্ত মাদ্রাসায় সাতক্ষীরা সেঞ্চুরি একাডেমি হাসিমুখ এর উদ্যোগে শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম হাজী, মাদ্রাসা পরিচালক মুফতি আঃ সবুর, হাসিমুখের প্রতিনিধি শেখ আবু ওয়াহিদ ও আমির খান ইজাজ, সাংবাদিক তাসকিন আহম্মেদ প্রমুখ। এসময় ১০জন এতিম অসহায় শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সেঞ্চুরী একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক এজাজ আহমেদ স্বপন বলেন, আমাদের সম্মিলিত ছোট ছোট চেষ্টা ছিল, ২০০২ সাল থেকে সেঞ্চুরি একাডেমি মানুষের পাশে থেকে কাজ করেছে। আগামীতেও মানুষের পাশে থাকতে চাই। সমাজের সক্ষম সবাই যদি এ ধরনের মানবসেবার কাজে ভ‚মিকা রাখে তবে মানুষ অনেক বেশি উপকৃত হবে। সেঞ্চুরি একাডেমি অসহায় দুস্থ ও প্রতিবন্ধী সহ সকল মানুষের পাশে থেকে কাজ করে যাবে ইনশাল্লাহ। এছাড়াও সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসায় হাসি মুখ ইভেন্টের এসব উপহার দেওয়া কার্যক্রম অব্যহত থাকবে।