স্টাফ রিপোর্টার, দেবহাটা:
দেবহাটা সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের মধ্যে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা ফুটবল মাঠে বুধবার ২২ মার্চ, ২৩ ইং সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত উক্ত খেলায় সাবেক ছাত্রলীগ নেতাদের দল ৬ বল হাতে রেখেই শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে নিলো। খেলায় বর্তমান ছাত্রলীগ নেতাদের দল প্রথম ইনিংসের ১৬ ওভারে ১৪৮ রান সংগ্রহ করে। পরে সাবেকরা ব্যাট করে ৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায়। দেবহাটা ক্রিকেট ষ্টেডিয়ামে সাবেক এবং বর্তমান ছাত্রলীগের নেতাদের মধ্যে ক্রিকেট খেলার মাধ্যমে এই মিলনমেলা ঘটে। খেলায় সাবেক নেতাদের মধ্যে রাশিদুল, হাবিবুর রহমান সবুজ, হাফিজুল ইসলাম, আসাদুজ্জামান সোহাগ, ফয়জুল্লাহ এবং বর্তমান নেতাদের মধ্যে মিঠু, কল্লোল, ইমরান, রায়হান ও তন্ময়সহ প্রমুখ অংশগ্রহণ করে।