দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সাদ হজ্জ্ব ট্রাভেলস'র শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সরকারি কেবিএ কলেজ সংলগ্ন এ অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা ব্রাঞ্চের ম্যনেজার রাজিবুল হকের সঞ্চালনায় সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শেখ রাজু আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের ইউনিট সদস্য জিয়াউর রহমান জিয়া, প্রতিষ্ঠানের এইচ আর/এডমিন সাজু আহমেদ, মার্কেটিং ম্যানেজার জীবন মল্লিক, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রাজ আহমেদ, মার্কেটিং অফিসার হানিফ শেখ। এসময় উপস্থিত ছিলেন কেবিএ কলেজের মসজিদের ঈমাম বনী আমিন, ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন, প্রভাষক হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের প্রভাষক হাফিজুল ইসলাম,
কেবিএ কলেজ ছাত্র দলের সদস্য সচিব শিমুল হোসেন প্রমুখ।