ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে কুলিয়া কেন্দ্রিয় ঈদগাহ জামে মসজিদের সামনে রাস্তার উপর থেকে ১ লক্ষ ৬১ হাজার ২৮০ পিচ সরকারী গর্ভ নিরোধক সুখী পিলসহ লিটন হোসেন (২৪) কে আটক করা হয়েছে। সে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এ ব্যাপারে দেবহাটা থানায় একটি চোরাচালান আইনে নিয়মিত মামলা হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ মো. বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।