স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা রিপোটার্স ক্লাবের আয়োজনে অসহায় দুঃস্থদেরকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রিপোটার্স ক্লাব চত্বরে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত বয়ষ্ক অসহায় দুঃস্থদেরকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর দেয়া শীত বস্ত্র বিতরণ করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জার্নালিষ্ট এসোসিয়শেনের সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আবির হোসেন লিয়ন, নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সাবেক নেতা আপেল মাহমুদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিরণ কুমার মন্ডল, রিয়াজুল ইসলাম আলম, আছাদুল ইসলাম, তাসকিন আহমেদ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী শীতার্ত মানুষদের সেবায় সকলকে সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী সাধারন মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডগুলো আজ দৃশ্যমান। শীতার্ত মানুষেরা যেন কষ্ট না পায় সেজন্য প্রধানমন্ত্রীর দেয়া কম্বল বিভিন্নভাবে অসহায় দুঃস্থ মানুষদের কাছে পৌছে দেয়া হচ্ছে। আর এ কাজ চলমান থাকবে বলে তিনি জানান।