নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) সরকারি কেবিএ কলেজ মাঠে অনুষ্ঠিত ৫১ তম স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষার্থীদের শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। এসময় উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার সোলাইমান হোসেন।
পূর্ববর্তী পোস্ট