দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, টাউনশ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার, দেবহাটা থানার এএসআই মাহবুব আলম, ব্রেকিং দ্যা সাইলেন্সের সোহেল মাহমুদ, সাসের প্রতিনিধি আলমগীর হোসেন, সদর ইউপির মহিলা ইউপি সদস্য রেহেনা পারভিন, মহিলা ইউপি সদস্য জাহানারা বেগম সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও ঝরে পড়া শিশুদের পরিবারবৃন্দ।
বক্তরা বলেন, শিশুশ্রমে শিশুদের স্বাস্থ্য, নিরাপত্তা বা নৈতিক বিকাশে ক্ষতি করে এবং যে কাজটি তাদের সুস্থ ও স্বাভাবিক বিকাশের পথে বাধা সৃষ্টি করে। এটি একটি গুরুতর সামাজিক সমস্যা, যার প্রধান কারণ দারিদ্র্য ও অশিক্ষা। বাংলাদেশসহ বিশ্বজুড়ে এর প্রভাব অনেক বেশি, যেখানে শিশুরা তাদের শৈশব হারিয়ে মানবেতর শ্রমে নিয়োজিত হয়। এদিকে আরো বলা হয় যে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে দেবহাটা ইউনিয়নে জরিপ করা হয়েছে। সেখানে সরাসরি শিশুশ্রমে নিয়োজিত ও শিশুশ্রমের ঝুঁকিতে থাকা শিশুদের চিহ্নিত করা হয়েছে। এসব শিশুদের পরিবারের সাথে কথা বলে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।