দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সদর ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত করার লক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ঘলঘলিয়া সাইক্লোন সেল্টারে দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য আবুল কালাম, শরিফুল ইসলাম, রেহেনা খাতুন, মাধবী মন্ডল, দেবহাটা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি উত্তম রায়, আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ শাহ আলম, সুশীলনের সিডিও মিজানুর রহমান, স্থানীয় শিক্ষক, সুধীজন সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুশীলনের সিডিও আসাদুজ্জামান রিপন।
বক্তরা বলেন, শিশুশ্রম শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, তাদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে, এবং তাদের জীবন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে সীমিত করে। এটি শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুস্থ বিকাশে বাধা দেয় এবং যৌন শোষণ ও নির্যাতনের মতো ক্ষতির সম্মুখীন হতে বাধ্য করে। এর ফলে শিশুরা দারিদ্র্যের দুষ্টচক্রে আটকে পড়ে এবং একটি জাতির ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তাই শিশুর সুন্দর ভবিষৎ নিশ্চিত করতে শিশুকে সঠিক ভাবে বেড়ে ওঠার পরিবেশ সৃষ্টি করতে হবে। এছাড়া শিশুশ্রমরোধ করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।