ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে:
দেবহাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন সাতক্ষীরা জেলার নতুন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও নতুন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর। রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ঢাকায় নিহত সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার আষ্কারপুর গ্রামের নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন এই দুই কর্মকর্তা।
এসময় এলাকাবাসীর সাথে মতবিনিময় ও নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এবং পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, দেবহাটা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান, নওয়াপাড়া ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোনায়েম হোসেন, সাতক্ষীরা জেলার ছাত্র সমন্বয়ক নাজমুল হোসেন রনি, নাহিদ হাসান, মোহিনী তাবাসসুম, সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিলুলাহ, ওমর ফারুক, মহিউদ্দিন, মুজাহিদ বিন ফিরোজ, সুহাইল মাহদিন সাদি, নাজমুল হোসেন, নুহা আনসারী, শান্তা ইসলাম প্রমুখ।