প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
দেবহাটায় শিক্ষকের মিল দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: জালিয়াতি করে এক শিক্ষকের মিল দখলের অভিযোগ উঠেছে তারই আপন ভাই বিরুদ্ধে। এ ঘটনার এই ঘটনার প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ করেও কোন ফল পাননি ভুক্তভোগী ও শিক্ষক। ঘটনাটি ঘটেছে দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালের ১৯ মে পিতা আব্দুস সামাদের কাছ থেকে একটি এফিডেভিট করে মিল শুরু করেন শিক্ষক আব্দুল হান্নান। এরপর থেকে মেসার্স এস এন্ড এস নামে একটি রাইস মিল পরিচালনা করে আসছিলেন তিনি। নিজের শিক্ষকতা পেশার কারণে মিল পরিচালনার দায়িত্ব দেন তারই আপন ভাইয়ের কাছে। বর্তমানে তার ভাই খাদ্য বিভাগের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে নিজের নামে একটি ভূয়া লাইসেন্স খুলে মিল দখলের পায়তারা চালাচ্ছে।
ভুক্তভোগী শিক্ষক আব্দুল হান্নান জানান, তিনি ২০২৫ সাল পর্যন্ত মিলে লাইসেন্স নবায়ন করে তার ভাই সাইদুর রহমান ময়েন কে দিয়ে মিল পরিচালনা করে আসছিলেন। কিন্তু ২০২৫ সালের মার্চ মাসের দিকে তিনি জানতে পারেন তারই আপন ভাই খাদ্য কর্মকর্তাদের ম্যানেজ করে ওই একই মিল দেখিয়ে মেসার্স মাস্টার্স ট্রেডার্স নামে আরেকটি লাইসেন্স নবায়ন করেছেন। বিষয়টা নিয়ে জেলা খাদ্য কর্মকর্তাকে জানালে তিনি কোন কথায় কর্ণপাত না করে পুনরায় তার নামে লাইসেন্স করে দেন বলে অভিযোগ তার। সেই থেকে তার ভাই স্থানীয় ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে মিল জবর দখল করে আছে। বর্তমানে তিনি এই বিষয়ে সাতক্ষীরা আদালতে কয়েকটি মামলা করেছেন। মামলা চলমান রয়েছে।
অভিযোগ অস্বীকার করে সাইদুর রহমান ময়েন জানান এ বিষয়ে পরে কথা বলছি।
এ বিষয়ে দেবহাটা উপজেলা খাদ্য কর্মকর্তা শাহীনা আক্তারের সাথে কথা বললে তিনি প্রসঙ্গ এড়িয়ে অফিসে এসে কথা বলার অনুরোধ জানান।
সাতক্ষীরা জেলা খাদ্য কর্মকর্তা ওমর ফারুক বলেন, একই স্থাপনায় দুটো মিলের লাইসেন্স দেয়া কোনো সুযোগ নেই । যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে খতিয়ে দেখা হবে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.