প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ
দেবহাটায় শারিরীক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্লকমেইল, বখাটে যুবক আটক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় এক যুবকের বিরুদ্ধে যুবতীদের প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্কে জড়িয়ে ভিডিও ধারণের পর ব্লাকমেইলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী ১৭ বছর বয়সী এক কিশোরী বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ওই কিশোরী জানায়, উপজেলার সুশীলগাতী গ্রামের
জাহাঙ্গীর মোড়লের ছেলে জুলফিকার মোড়ল জিসান (১৮) এর সাথে প্রায় আট মাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের জের ধরে আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাইত জিসান। আমি শারীরিক সম্পর্ক করতে অস্বীকার করলে সে আমাকে বিবাহ করবে বলে বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি ও প্রলোভন দিতে থাকে। সে আমাকে মাঝে মধ্যে দেবহাটা নদীর পাড়ে পার্কে নিয়ে যেত। এপর্যায়ে আমাকে বিবাহের প্রলোভন দেখিয়ে উক্ত পার্কের দক্ষিণ পশ্চিম দিকের কর্নারে বাগানের মধ্যে আমার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারিরীক সম্পর্ক করে। সে আমাদের মধ্যকার শারিরীক সম্পর্কের ভিডিও চিত্র তাহার ব্যবহৃত মোবাইল ফোনে ধারন করে রাখত। আমি তাকে বিবাহের কথা বললে সে বিভিন্ন প্রকার টালবাহানা করতে থাকে। একপর্যায়ে সে গত ২৫/০৩/২০২৫ ইং তারিখে আমাকে বিয়ে করবে বলে জানায়। কিন্তু পরবর্তীতে সে জানায় যে তার সমস্যা আছে এই মুহুর্তে বিবাহ করতে পারছে না। কয়েকদিন পরে বিয়ে করবে। তবে সে এরপর থেকে নিয়মিত ভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। নিয়মিত ভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকাকালীন আমি অন্তসত্ত্বা হয়ে পড়লে জিসানকে বিষয়টি জানাই। তখন সে আমাকে গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করে। আমি বাচ্চা নষ্ট করতে রাজি না হলে জিসান ইং ০৭/০৪/২০২৫ তারিখে তার মোবাইলে ধারণকৃত আমাদের মধ্যকার শারীরিক সম্পর্কের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ খেতে বাধ্য করে। যার কারনে আমার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। গত ইং ২৯/০৬/২৫ তারিখ সকাল অনুমান ১১ টার দিকে উক্ত স্থানে পুনরায় সে আমার সাথে শারিরীক সম্পর্ক করে এবং আবারও ভিডিও চিত্র ধারণ করে।
আমি তাহাকে বিয়ের কথা বললে সে বিয়ে করবে না বলে জানায় এবং আমি যদি কাউকে কিছু বলি তাহলে উক্ত ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। আমি কোন উপায় না পেয়ে আমার পরিবারকে বিষয়টি জানাই। আমার পরিবারের স্যাথে আলাপ আলোচনা করে থানায় এজাহার দায়ের করি।
এদিকে, অভিযোগ দায়েরের পর ওই যুবক আটক করেছে পুলিশ। আটকের পর তার মোবাইল থেকে অসংখ্য যুবতীর নগ্ন ছবি ও ভিডিও উদ্ধার হয়।
দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ের হুমকির অভিযোগে এক যুবক আটক হয়েছে। এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.