দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শান্তি সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে স্থানীয় উদ্যোগে আন্তঃপ্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে রূপান্তরের আয়োজনে ও বাংলাদেশস্থ কানাডা হাইকমিশনের সহযোগিতায় এ আন্তঃপ্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তারের সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী শিক্ষক আব্দুস সামাদ, শিক্ষিকা বিলকিম খাতুন, সিএফএলআই প্রকল্পের সহকারী ম্যানেজার টুকু রানী বিশ্বাস, সুশীল সমাজের প্রতিনিধি ফিরোজ শাহ আলম, উত্তম কুমার রায়, কর্ণদেব, যুব প্রতিনিধি রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম, রিফায়েত হোসেন, নুসরাত জাহান প্রমুখ। প্রকল্পের মুল প্রবন্ধ তুলে ধরেন সিএফএলআই প্রকল্পের সমন্বয়কারী কাজী মফিজুর রহমান। শান্তি সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে স্থানীয় বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা ও কর্মপরিকল্পনা করা হয়। একই সাথে নবীন ও প্রবীনদের সাথে যোগসুত্র করতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।