নিজস্ব প্রতিবেদক, দেবহাটা :
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউপিতে সারাদেশে বিএনপি’র নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহানন্দ সরকার, ইউপি সদস্য যথাক্রমে আজগার আলী ছোটো, নুরুজ্জামান সরদার, আসমাতুল্লাহ গাজী আসমান, মিজানুর রহমান, শওকাত হোসেন, মাহমুদ গাজী, মনিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন করে চলেছে। বিগত সরকারের আমলে যেসব উন্নয়ন কল্পনা করা যেত না আজ তা বাস্তবে রূপ নিয়েছে। দেশের মানুষ আজ শান্তিতে আছে। কিন্তু বিএনপি দেশে উন্নয়ন ব্যাহত করতে ষড়যন্ত্র করেই চলেছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।