লিটন ঘোষ বাপি: সাতক্ষীরা ৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এড. স,ম আলিফ হোসেন দেবহাটায় গণসংযোগ ও পথ সভা করেছে। মঙ্গলবার দেবহাটা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বিভিন্ন হাটবাজার, মৎস্য সেড সখিপুর সবজি বাজার, চাউলের বাজারসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ গাজী, সহ-সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবুল ফজল, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বকুল, আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, দেবহাটা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক গফুর সরদার, আশাশুনি জাতীয় পার্টির যুব ক্রীড়া সম্পাদক মাহবু রহমানসহ দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভোটার। এসময় জাতীয় পার্টির প্রার্থী স,ম আলিফ হোসেন বলেন সন্ত্রাস- দুর্নীতি নির্মূলে ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়া জয়যুক্ত করবেন।
দেবহাটায় লাঙ্গল প্রতীকের প্রার্থী আলিফ হোসেনের গণসংযোগ
পূর্ববর্তী পোস্ট