স্টাফ রিপোর্টার, দেবহাটা: সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্নে দেবহাটা উপজেলায় ভোট গ্রহণকারী অফিসারদের দিক নির্দেশনা দিয়েছেন জেলা রির্টার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এবং সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার বিবিএমপি ইন্সটিটিউশনে আয়োজিত ভোট গ্রহণকারী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে তাদেরকে গুরুত্বপূর্ন দিক-নির্দেশনা দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এসময় নির্বাচন কমিশন ঢাকার উপ সচিব রুহুল আমিন মল্লিক, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মো. আতিকুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার কাজী মাহমুদ সহ প্রশিক্ষণে অংশ নেয়া ভোট গ্রহণকারী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
দেবহাটায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ
পূর্ববর্তী পোস্ট