
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিডিয়ার সদস্য শামসুর রহমানকে রাষ্ট্রীয় মর্যদায় গার্ডঅব অনার পরবর্তী দাফন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) পারুলিয়াস্থ সরদারবাড়ি এলাকায় ওই গার্ডঅব অনার প্রদান করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার উপস্থিতিতে দেবহাটা থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি চৌকশ দল এ সম্মান প্রদর্শন করেন। পরে বাংলাদেশ বর্ডার গার্ড এর একটি দল সম্মান প্রদর্শন করেন। এরপর পারুলিয়া সরদারবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিডিয়ার সদস্য শামসুর রহমানকে শেষ বিদায় জানাতে জানাযার নামাজে হাজির হন জামায়াত ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের এডহক কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্যা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক প্রভাষক আবু তালেব মোল্যা, পারুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাসান সরাফি, বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।