লিটন ঘোষ বাপি, দেবহাটা: “কর্মজীবী মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেবহাটা উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন হয়েছে। বুধবার (২ আগস্ট) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলার পাঁচটা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকে শিশুদের মায়ের সঙ্গে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় পারুলিয়া জেলিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত আলোচনা সভায় সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধি লিটন ঘোষ বাপির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য অসীম কুমার ঘোষ। আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সন্তোষ কুমার ঘোষ, কমিউনিটি ক্লিনিকের সহ সভাপতি দুলাল চন্দ্র মন্ডল, রাইট টু গ্রো প্রজেক্টের কর্মকর্তা বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মজীবী মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি এই প্রতিপাদ্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়। সেবা দান কেন্দ্রগুলো এবং কর্মক্ষেত্রে কিভাবে ব্রেসফিডিং কর্নার স্থাপন করা যায় এই ব্যাপারে সকলকে অবগত করা হয়। মায়ের বুকের দুধের গুরুত্ব এবং শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহকে সফল করার উদ্দেশ্যে সকল মাকে শিশু জন্মানোর এক ঘন্টার মধ্যে মায়ের বুকের শালদুধ খাওয়ানো এবং ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। সকলের উপস্থিতিতে কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য অসিম কুমার ঘোষ কথা দেন ক্লিনিকে ব্রেসফিডিং কর্নার স্থাপন করা হবে।
দেবহাটায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন
পূর্ববর্তী পোস্ট