দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের সক্ষমতা বৃদ্ধিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে টাউনশ্রীপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা থানার এসআই কাওছার, টাউনশ্রীপুর পল্লী সমাজ বহুমুখী মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সুফিয়া বেগম, স্থানীয় মহিলা মেম্বার ও নারী উদ্যোক্তাগন। উঠান বৈঠকে বক্তারা বলেন, এ যুগে নারীদের ঘরে বসে থাকার সুযোগ নেই। সকল নারীই কর্মক্ষম হতে পারে তার নিজ নিজ আঙ্গিকে। নারীরা সমাজের সম্পত্তি নয় সম্পদে পরিণত হতে হবে। ইচ্ছে শক্তি থাকলে সবকিছু করা সম্ভব। আর এসব কাজের প্রধান অন্তরায় হল বাল্যবিবাহ। তাই মেয়েদের ১৮ এবং ছেলেদের ২১ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার পরামর্শ প্রদান করা হয়। বাল্যবিবাহ দিলে একটি শিশুর ভবিষত নষ্ট হয়ে যায়। তার শারীরিক ও মানসকি বিকাশ বাধাগ্রস্থ হয়। সুতরাং বাল্যবিবাহ বন্ধ করতে সম্মলিত ভাবে উদ্যোগ নিতে হবে। এছাড়া শিশুদের সুরক্ষায় দেশের যেকোনো প্রান্তের কোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষনের শিকার হলে শিশু নিজে অথবা অন্য যে কোন ব্যক্তি বিনামূল্যে ১০৯৮ হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবেন। পাশাপাশি জাতীয় পরিসেবা ৯৯৯ নাম্বারেও কল করে আইনীয় সহযোগীতা পাওয়া যাবে। উঠান বৈঠক শেষে নারী উদ্যোক্তা’র অর্থায়নে একজন দুঃস্থ নারীকে ঘরের ছাউনির জন্য সিমেন্ট শীট (অ্যালবেস্টর) সহায়তা দেওয়া হয়।