
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে গরিব, অসহায় ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সখিপুর, পারুলিয়া সহ বিভিন্ন এলাকায় ও হাটে-বাজারে ঘুরে ঘুরে গরিব ও অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন প্রেসক্লাব নের্তৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি, অর্থ সম্পাদক এসকে ওভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, অধ্যাপক রাজু আহম্মেদ, সদস্য দিপঙ্কর বিশ্বাস প্রমুখ। প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম বলেন, দেবহাটা প্রেসক্লাবের সাংবাদিকরা সমাজের অধিকার বাস্তবায়নের লক্ষে সংবাদ পত্রের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। একই সাথে প্রেসক্লাবের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ, পিঠা উৎসব, ফল উৎসব, পহেলা বৈশাখ, ইফতার মাহফিল সহ সরকারি বিভিন্ন দিবস পালন করে থাকেন।

