লিটন ঘোষ বাপি: মহাসপ্তমীতে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পুজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি নলতা সার্বজনীন দুর্গা মন্দির, গাজীরহাট সার্বজনীন দুর্গা মন্দির, দক্ষিণ পারুলিয়া সার্বজনীন পূজা মন্ডপ সহ বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজা মণ্ডপ কমিটির নের্তৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং নিরাপত্তা সব সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মোস্তফা আহমেদ বলেন, যখন কোনো উৎসব হয়, সেটি কিভাবে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায়, সে বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে দেখি। এ লক্ষ্যে সভা থেকে শুরু করে বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করে।
তিনি আরও বলেন, খুবই সুন্দর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। দেখে মনে হয়েছে, আমাদের দেশের মানুষ সকল ধর্মের উৎসবকে আনন্দঘন পরিবেশে পালনে এগিয়ে এসেছে। এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। তিনি আরও যোগ করেন, পূজা মণ্ডপ তৈরির শুরু থেকেই বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করছি এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাইনি।
এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ইউপি মেম্বার অসীম কুমার ঘোষ, দক্ষিণ পারুলিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি পলাশ মন্ডল, সাধারণ সম্পাদক দিলীপ সরকার সহ পূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দ।