প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৬:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ
দেবহাটায় পুুুজা উৎযাপন কমিটির সাথে প্রশাসনের প্রস্তুতি সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দর সাথে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.শরিফুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহ- সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আমিনুল ইসলাম, দেবহাটা বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল বারী, উপজেলা আনসার কর্মকর্তা আসলতা খাতুন, দেবহাটা সব- জোনালের এজিএম স্বপন কুমার পাল, উপজেলা হিন্দু, বৈদ্য, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ, উপজেলা পুজা উৎযাপন কমিটির সহ-সভাপতি শরৎ ঘোষ, শিক্ষক নিত্যনন্দ সরকার, ছাত্রপ্রতিনিধি আরিফ হোসেন প্রমুখ।
সভায় কুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলার ২১টি পুজা মন্ডপের সভাপতি, সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় সড়কে যানজট নিরাসন, চুরি-ছিনতাই রোধ, মাদক প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা, পুজাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা। বিদ্যুতের বিকল্প জেনারেটর ব্যবস্থা রাখা।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.