নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে সহিংসতায় নৃশংসভাবে হত্যার শিকার আ.লীগের তিন নেতার ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির পারুলিয়াস্থ বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আ.লীগের উপদেষ্টা মোসলেম উদ্দিন মুকুল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শেখ মারুফ হোসেন, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আলী মোর্তজা মো. আনোয়ারুল হক, শেখ মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্লা, মনিরুল ইসলাম মনি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, সদস্য সফিকুল রহমান সেজ খোকন, রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি সদস্য আবু সাঈদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, পারুলিয়া ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় দেবহাটা উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ আবু রায়হান, শ্রমীকলীগ নেতা শহীদ আলমগীর ও ওয়ার্ড আ.লীগ নেতা শহীদ আজিজ’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।