
লিটন ঘোষ বাপি: দেবহাটার পারুলিয়ায় নারী স্যানিটারি ন্যাপকিন স্বাস্থ্য ও সচেতনতা মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপকূলীয় সাতক্ষীরা জেলায় জননিয়ন্ত্রিত জলবায়ু অভিযোজন এবং টেকসই জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় এবং প্রেরণার আয়োজনে সকাল ১০টা থেকে বিকেল ০৫ টা পর্যন্ত নারী স্যানিটারি ন্যাপকিন স্বাস্থ্য ও সচেতনতা মেলা পারুলিয়া পশুর হাট মাঠে অনুষ্ঠিত হয়। এছাড়াও একটি চমৎকার জারী গান ও নাটিকা পরিবেশিত হয়। ফিতা কাটার মাধ্যমে মেলার উদ্বোধন করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু এবং দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপী।
উক্ত মেলায় আরো উপস্থিত ছিলেন ডাবলু ডাবলু এইচ প্রকল্পে নিয়োজিত কর্মী এরশাদুল হক, মৃৃত্যুঞ্জয় সাহা, নাসরিন জাহান সহ প্রেরণার অন্যান্য কর্মীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুন্না শর্মা। চেয়ারম্যান গোলাম ফারুক বাবু বলেন, মেয়েদের মাসিক কোন লজ্জার বিষয় নয়। তিনি প্রেরণাকে এই এলাকার অসহায় ও প্রান্তিক নারীদের কে স্যানিটারি ন্যাপকিন বানানো ও বাজারজাতকরণের প্রশিক্ষণ প্রদানের জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে, এই প্রকল্পের মাধ্যমে ২০০ প্রান্তিক নারীকে পরিবেশবান্ধব স্যানিটারী ন্যাপকীন তৈরী ও বাজারজাত করনের মাধ্যমে নারী উদ্যেক্তা উন্নয়নের সহায়তায় কাজ চলছে। এ মেলায় প্রায় ৬০ জন নারী স্যানিটারি ন্যাপকিন উদ্যোগত্তা অংশ গ্রহণ করেন। বিপুল সংখ্যক সাধারণ মানুষ মেলা পরিদর্শন করেন। মেলায় প্রেরণা ছাড়াও আনন্দ স্টল দেয়ার মাধ্যমে অংশ গ্রহণ করেন। মেলায় আগত সম্মানিত অতিথিগন স্টল সমুহ ঘুরে দেখেন।

