স্টাফ রিপোর্ট, দেবহাটা:
দেবহাটায় নাবালিকা মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে মা সংবাদ সম্মেলন করেছেন। দেবহাটা রিপোর্টার্স ক্লাবে মঙ্গলবার ২১ মার্চ, ২৩ ইং সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনটি করেন দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের আলমগীর হোসেন তৈমুরের স্ত্রী সাফিয়া খাতুন (৩৫)। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার মেয়ে কুলিয়া এলাহী বক্স দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী। তার মেয়ে মাদ্রাসায় যাওয়া আসার পথে দক্ষিণ কুলিয়া গ্রামের নুরুজ্জামান সাহাজীর ছেলে নুর আলম প্রায়ই সময় উত্যক্ত করতো।
এর আগে নুর আলমকে ও তার পরিবারের অভিভাবকদেরকে এবিষয়ে জানানো হলেও তারা তাদের ছেলেকে এই বিষয়ে কোন শাসন বা কোন ব্যবস্থা গ্রহন করেনি। সাফিয়া খাতুন বলেন, তার শ্বাশুড়ি গুরুতর অসুস্থ অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ১৭ মার্চ সকালের দিকে তার মেয়ে দাদীর চিকিৎসার কাজে সাতক্ষীরা যাওয়ার পথিমধ্যে কুলিয়া আশু মার্কেট এলাকা থেকে নুর আলম ও তার সহযোগীরা ফুসলিয়ে তাদের মেয়েকে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরে মেয়েকে খোজার জন্য তারা বহু স্থানে যান। কিন্তু মেয়ের কোন সন্ধান পাওয়া যায়নি।
সাফিয়া খাতুন স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ করে জানান, নুর আলম ঐ ইউপি সদস্যের আত্মীয় হওয়ার কারনে তিনি তার পক্ষে কাজ করছেন। কিছুদিন ইউপি সদস্য তার জামাইয়ের বাড়িতে (ভোমরা ইউনিয়ন)আমার মেয়েকে রাখে গোপনে।ঐ ইউপি সদস্যকে জানানোর পরেও তিনি কোন গুরুত্ব না দিলে এবিষয়ে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছে বলে সাফিয়া খাতুন জানান। তিনি তার নাবালিকা মেয়েকে যাতে ফিরে পান সেজন্য সকলের নিকট দাবি জানান।