
লিটন ঘোষ বাপি/ওমর ফারুক মুকুল দেবহাটা থেকে: দেবহাটায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে প্রত্যুষে দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউশনে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা হয়। সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়। এতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, সংসদ সদস্যের পক্ষে, উপজেলা প্রশাসন, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, দেবহাটা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজ, দেবহাটা কলেজ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ, সরকারি মডেল হাইস্কুল সহ বিভিন্ন সংগঠন।
পরে সরকারি বিবিএমপি ইনস্টিটিউট মাঠে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লের আয়োজনে করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
উপস্থিাত ছিলেন দেবহাটা সার্কেলের এএসপি এসএম জামিল আহম্মেদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলি মোর্ত্তোজা মোঃ আনোয়ারুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুধিজন, বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিাত ছিলেন।
এছাড়া বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, বেলা সাড়ে ১২টায় শহিদ মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, বাদ জুম্মা দেশ ও জাতীর শান্তি, অগ্রগতি এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আতœায় শান্তি কামনায় দোয়া মোনাজাত, বিকাল সাড়ে ৩টায় নারীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা, সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসার একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা একাদশ প্রীতি ফুটবল এবং সন্ধ্যায় উপজেলা মুক্তমঞ্চ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুলিয়া শহীদ মিনারে আলোচনা সভা: “মুক্তিযোদ্ধা জনতা, গড়ে তোল একতা” এই স্লোগানকে সামনে রেখে কুলিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা জনতার সম্মিলিত উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ডিসেম্বর) বিকাল ৩টায় দেবহাটা উপজেলার কুলিয়া শহীদ মিনারে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা উপ-অধিনায়ক ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক দেবহাটা উপজেলার চেয়ারম্যান এ্যাড.স.ম. গোলাম মোস্তফা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড.ইউনুছ আলী। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য ইউপি সদস্য মোশারাফ হোসেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মাদ, নুর ইসলাম, ইসলাম শাহাজী, মহি মোহন, আশরাফ আলী, আ: রাজ্জাক, আ: গফ্ফার, আইনজীবী সহকারী মিজানুর রহমান ও মুক্তিযোদ্ধা সন্তানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ডা: মনিরুজ্জামান মনি।
দেবহাটা প্রেসক্লাব: মহান বিজয় দিবস উপলক্ষে সকল বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করেছেন দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। শুক্রবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের কর্মসূচির সাথে মিল রেখে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এসময় প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, আব্দুর রব লিটু, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপি, সাবেক যুগ্ম-সম্পাদক নির্মল কুমার মন্ডল, অর্থ সম্পাদক আরাফাত হোসেন লিটন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম,এম মামুন, কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, সদস্য সুজন ঘোষ, কবির হোসেন, আব্দুস সালাম, মিজানুর রহমান, এসকে অভি, আজিজুল হক আরিফ, দিপঙ্কর বিশ্বাস, সজল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিাত ছিলেন।
খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ : যথাযোগ্য মর্যাদায় দেবহাটা উপজেলাধীন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা কলেজের বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়েছে।
বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও অত্র কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলীর সভাপতিত্বে এবং শিক্ষক মো. আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সাবেক সদস্য, কলেজের অন্যতম জমি দাতা ও সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন। বেলা ১১ টা হতে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনায় আরো অংশগ্রহণ করেন ব্যবস্থাাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক ও বিভাগীয় প্রধান এস এম ফিরোজ আহমেদ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে ১ম বর্ষের নশিক্ষার্থী মো. গালিব।