দেবহাটা ব্যুরো: দেবহাটায় নাইকেন কেমিক্যাল ল্যাবরেটরি কোম্পানীর প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ) বিকাল ৪টায় ভাষা সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাইকেন কেমিক্যাল ল্যাবরেটরি কোম্পানীর নির্বাহী সহ-সভাপতি সুসুমু মিজুনো, নাইকেন কেমিক্যাল ল্যাবরেটরি কোম্পানীর নির্বাহী অফিসার ইয়োশিহিদে, ব্যবসায়ী আমিরুল হুদা রোজেন, আব্দুল মাজেদ, ভাষা সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের পুত্র সমাজ সেবক আবু রাহান তিতু, সার ব্যবসায়ী গৌতম মন্ডল, আজহারুল ইসলাম প্রমুখ। মতবিনিময় কালে নাইকেন কেমিক্যাল ল্যাবরেটরি কোম্পানীর নির্বাহী সহ-সভাপতি সুসুমু মিজুনো বলেন, নাইকেন একটি জাপানী কেমিক্যাল ল্যাবরেটরি কোম্পানী। কোম্পানীর প্রস্তুতকৃত প্রডাক্ট ল্যাবরেটরিতে পরীক্ষিত। এটি ফসল বৃদ্ধির প্রাকৃতিক অপরিহার্য তেল এবং কাঠের পাতন নির্যাসকে একত্রিত করে। যা ফসলের ক্ষেতে ব্যবহার করলে জমির উর্বরতা বৃদ্ধি করে গাছকে করে তোলে সবুজ ও সতেজ। ফসলের কীটপতঙ্গের বিরুদ্ধে এটির একটি চমৎকার প্রতিরোধক প্রভাব রয়েছে। যা মানব শরীরের জন্য নিরাপদ।