লিটন ঘোষ বাপি, দেবহাটা :
দেবহাটায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হলো সরিষার গাদা। আর তার সাথেই শেষ হলো এক কৃষক দম্পতির স্বপ্ন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দেবহাটা উপজেলার ঈদগাহ বাজার সংলগ্ন জুইকুড়া বিলের পাশের একটি আমবাগানে।
প্রত্যক্ষদর্শী মীর আব্দুল হান্নান বলেন, রাত সাড়ে ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে আমি বাহিরে এসে তীব্র আগুন দেখতে পাই। এসময় আমার চিৎকারে স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ততক্ষণে সরিষার গাদা পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য আলেয়া বেগম (৫০) বলেন, আমার স্বামী কয়েক বছর ধরে বিভিন্ন মহাজনের নিকট থেকে ৭ বিঘা জমি বর্গা নিয়ে সরিষার আবাদ করে আসছেন। বিগত ২ বছর ভালো ফলন না হওয়ায় অনেক ঋণের সাথে জড়িয়ে পড়েছেন তিনি। এবছর ভালো ফলন হওয়ায় বিগত দিনের ঋণ পরিশোধের স্বপ্ন দেখছিল তার পরিবার। কিন্তু তার আগে দূর্বৃত্তের দেওয়া আগুনে আমাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গেল।
সখিপুর ইউনিয়নের কোঁড়া গ্রামের মৃত হারান সরদারের ছেলে নুর ইসলাম (খুদে) বলেন, আমি বিভিন্ন লোকের নিকট থেকে জমি বর্গা নিয়ে ফসল উৎপাদন করে আসছি। প্রায় ১০/১২ দিন আগে আমার চাষের কাজে ব্যাবহৃত সেচ মেশিনটি চুরি হয়ে যায়। তার কয়েকদিনের মাথায় আমার পরিবারের কষ্টের ফসল আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। যারা আমার এতো বড় ক্ষতি করলো আমি তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
এই বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।