স্টাফ রিপোর্টার,দেবহাটা: দেবহাটায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী গাছ কেটে বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানার পর দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক কর্তনকৃত গাছ জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে বলে জানা গেছে। বিবরনে জানা গেছে, দেবহাটা সদর ইউনিয়নের টাউনশ্রীপুর দক্ষিণপাড়া হাতেম গাজীর মসজিদের সামনে রাস্তার পাশের সরকারী দুটি মেহগনি ও রোড শিশু গাছ দেবহাটা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আজগার আলী স্থানীয় এক গাছ ব্যবসায়ীর নিকট বিক্রি করে। গাছ ক্রয় করা ঐ ব্যবসায়ীর নাম রিয়াজ। সে টাউনশ্রীপুর গ্রামের লেদু খার ছেলে। গত সোমবার সকালে উক্ত ব্যবসায়ী গাছ কাটতে শুরু করলে স্থানীয়রা বিষয়টি সংবাদকর্মীদের জানাই। এবিষয়টি সংবাদকর্মীরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফ নেওয়াজকে জানান। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) উক্ত কাটা গাছগুলো জব্দ করে অফিসে নিয়ে আসেন। পরে এসি ল্যান্ড উক্ত মেম্বরদেরকে অফিসে ডেকে পাঠালে তারা নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবিষয়ে ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু বলেন, বিষয়টি মিমাংসা হয়ে গেছে। কে মিমাংসা করলো প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএনও স্যার অনুমতি দিয়েছিল গাছের ডাল কাটতে। কিন্তু ভুলক্রমে গাছ কেটে ফেলেছে। আপনারা গাছ বিক্রি করেছেন জানতে চাইলে এই ইউপি সদস্য বলেন, আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলছি। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফ নেওয়াজ জানান, কাটা গাছের গুড়িসহ গাছগুলো জব্দ করে নিয়ে আসা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান আছে বলে তিনি জানান। স্থানীয়রা জানান, ঐ দুই ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম দিয়ে ইতিপূর্বে এরকমভাবে অনেক গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। গাছ ব্যবসায়ী রিয়াজকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য জানা যাবে।