
লিটন ঘোষ বাপি (দেবহাটা): সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দেবহাটায় ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৯ বোতল ভারতীয় মাদক কোরেক্স সিরাপ সহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
শুক্রবার বিকেলে দেবহাটা উপজেলার কুলিয়া বাজার এলাকা থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী অশোক সরকারকে (৪০) আটক করে ডিবি। আটককৃত মাদক ব্যবসায়ী অশোক সরকার দেবহাটা উপজেলার সখিপুরের নারিকেলি গ্রামের সুপদ সরকারের ছেলে।
এছাড়া গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানাধীন সখিপুর এলাকা থেকে ডিবি পুলিশের অপর একটি অভিযানে ১৯ বোতল ভারতীয় মাদক কোরেক্স সহ মাদক ব্যবসায়ী নুরুজ্জামান মোল্লাকে (৩৮) আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী নুরুজ্জামান মোল্লা দেবহাটা উপজেলার পারুলিয়া খেজুরবাড়ীয়া গ্রামের মৃত অহিদ মোল্লার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নিজামউদ্দিন মোল্লা জানান, ডিবি পুলিশের এসআই হেমায়েত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গত বৃহস্পতিবার রাতে ১৯ বোতল কোরেক্সসহ এক জনকে এবং শুক্রবার বিকেলে অপর একটি অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আরও এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। আটককৃত দু’জনই চিহ্নিত মাদক চোরাকারবারি। তাদেরকে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।