দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর উদ্যোগে দিনব্যাপী ইনক্লুসিভ মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) উপজেলার হাদিপুরে ডিআরআরএ এর আঞ্চলিক কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প কমার্শিয়াল ব্যাংক অফ সিলন এর সহযোগিতায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরআরএ এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দিপন বিশ্বাস, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দেবহাটা উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলী, আরআরএ এর চিপ অপরেটিং অফিসার রওনক হাসান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আরআরএ এর টেকনিক্যাল কো-অডিনেটর দেবেশ দাস। এসময় প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন, উপকাভোগী প্রতিবন্ধী শিশু ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। ক্যাম্পটিতে চিকিৎসাসেবা প্রদান করেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মেহেদী হাসান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার হুমায়ূন কবির, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মেহেদী হাসান ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আসাদুল্লাহ আল গালিব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের শ্রেণিভেদে সঠিক পরিচর্যার মাধ্যমে তাদেরকে মুল ধারায় আনতে হবে। প্রতিবন্ধীদের অনেক মেধা আছে, আমরা তাদের কাজে লাগাতে পারলে দেশ এগিয়ে যাবে। সঠিক পরিচর্যা ও শিক্ষা দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা আরআরএ এর এমন উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার।