
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জুনিয়র বৃত্তি (মাধ্যমিক বিদ্যালয়/মাদ্রাসা) ও ইবতেদায়ী পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুতি সভা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন দেবহাটা সরকারি বিএবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার সাঈদুর রহমান, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশেকে মাগফুর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগন। জুনিয়র বৃত্তি (মাধ্যমিক বিদ্যালয়/মাদ্রাসা) ও ইবতেদায়ী পরীক্ষা সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

