নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী বিআরডিবি কর্মকর্তা সোহরাব হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, অনিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু সাঈদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি যুব ও যুব মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান। আলোচনা অনুষ্ঠান শেষে আত্ম কর্মসংস্থানের লক্ষে যুব ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।