
ওমর ফারুক মুকুল দেবহাটা থেকে: দেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ মে সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টারে এই আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের অংশগ্রহণ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির আহম্মেদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, সহকারী ইন্সট্রাক্টর মোঃ শাহেদুজ্জামান ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা। ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল্লাহ আল তারিকের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, গোবরাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মল্লিক, কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রাথমিক স্কুল হচ্ছে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার প্রথম স্তর। এই শিক্ষাই একজন শিশুর ভবিষ্যৎ নির্ভর করে, তাই শিক্ষকদেরকে আন্তরিকতার সাথে শিক্ষা দানের পাশাপাশি পুঁথিগত শিক্ষা ও সামাজিক শিক্ষা দিতে হবে। বক্তারা বিগত সরকারের শিক্ষা কারিকুলামে যে অসংগতি ছিল সেগুলো দূর করে বর্তমান সরকারের শিক্ষা নীতির আওতায় শিক্ষা দানের আহবান জানান।